করোনা সংক্রমণের ফলে বিশ্বজুড়ে চাহিদা বেড়েছে অনলাইন কেনাকাটায়। বিষয়টি মাথায় রেখে ব্যবহারকারীদের অনলাইন-ভিত্তিক ব্যবসা পরিচালনার সুযোগ দিতে ‘ফেসবুক শপস’ ফিচার চালু করেছে ফেসবুক।
ফিচারটি কাজে লাগিয়ে নিজেদের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে অনলাইন দোকান খুলে বিভিন্ন পণ্যের তথ্য ও ছবি প্রদর্শন করা যাবে। পছন্দ হলে অর্থের বিনিময়ে সরাসরি দোকান থেকে পণ্য কিনতে পারবেন ক্রেতারা। পণ্যের মান বা দাম নিয়ে আলোচনাও করতে পারবেন।
দোকানদাররা চাইলে লাইভে এসে পণ্যের প্রচারণা চালানোর সুযোগ পাবেন। ফলে প্রচলিত ফেসবুক পেজ ও ই-কমার্স সাইটগুলোর চেয়ে স্বচ্ছন্দে পণ্য বিকিকিনির সুযোগ মিলবে।
পর্যায়ক্রমে ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপেও ফিচারটি চালু হবে।