অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের কুইন্সটাউনে যুব বিশ্বকাপের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে আমন্ত্রণ জানায় বাংলাদেশ।
যেখানে আগে ব্যাট করতে নেমে লিয়াম ব্যাঙ্কসের ৭৪ সাথে ব্রুকসের ৬৬ রানের সুবাদে, ৪৭ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ২১৬ রানের পুঁজি পায় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের পক্ষে আফিফ হোসেন ও হাসান মাহমুদ তিনটি করে উইকেট নেন।
২১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৭ ওভার ৫ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেন অলরাউন্ডার আফিফ হোসেন।