বর্ষবরণ উৎসবের প্রধানতম আয়োজন মঙ্গল শোভাযাত্রা। সকাল ৯টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয়েছে মঙ্গল শোভাযাত্রা। এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।
পরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল চত্বর ঘুরে আবার চারুকলার সামনে এসে শেষ হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এবার মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে। সব ধর্ম বর্ণের মানুষ এতে অংশগ্রহণ করেছেন।