রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নিধনযজ্ঞ ও নির্যাতনের ঘটনায় সমালোচনা ও নিন্দার মুখে থাকা মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চি অস্ট্রেলিয়া সফরের একমাত্র প্রকাশ্য ভাষণ বাতিল করেছেন।
বিস্তারিত কারণ উল্লেখ না করে শুধু জানানো হয়েছে, সুস্থবোধ না করায় ভাষণটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার সিডনিতে একটি অনুষ্ঠানে মূল ভাষণ দেওয়ার কথা ছিল তার।
শনিবার অস্ট্রেলিয়ায় পৌঁছে এখনও জনসম্মুখে কোনও কথা বলেননি তিনি। তবে মঙ্গলবারে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা তার। অস্ট্রেলিয়ায় আসিয়ানের বিশেষ সম্মেলনে অংশ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত রুদ্ধদ্বার বৈঠক করেছেন।
তবে এ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ফলে সু চি’র একমাত্র প্রকাশ্য ভাষণ নিয়ে আগ্রহ ছিল অনেকেরই।