এস এম আরিফ : দেশের ক্রীড়াঙ্গণে চলছে ভালো মানের জিমন্যাস্ট সংকট। কোচের অভাব দীর্ঘদিনের, আন্তর্জাতিক আসরে অংশগ্রহণের সুযোগও কম। তারউপর পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাবে অস্তিত্ব সংকটে খেলাটি। ফেডারেশন থেকে বারবার দাবী জানিয়ে আসলেও, এখনো পূরণ হয়নি সে দাবী।
জাতীয় ক্রীড়া পরিষদ সচিব মাসুদ করিম জানালেন, সরকারের পরিকল্পনা আছে ব্যবস্থাপনা নিয়ে।