* বয়স দু বছর হলেই আপনার শিশুকে কারো কোলে বসতে দেবেন না।
* দু বছর বয়সের পর শিশুর সামনে কাপড় বদলাবেন না।
* আপনার শিশু অস্বস্তি বোধ করছে এমন কারো সঙ্গে কোথাও যেতে জোর করবেন না।
* শিশু হঠাৎ নিরানন্দ মনমরা হয়ে গেলে তাকে কারণ জিজ্ঞাস করুন।
* বয়সন্ধি পার হচ্ছে এমন বাচ্চাকে যৌনমূল্যবোধের শিক্ষা দিন। নয়তো সমাজ তকে ভুলটা শিখবে।
* মনের সৌন্দর্য নষ্ট করতে পারে এমন কোন বই, কার্টুন থেকে তাকে দূরে রাখুন।
* তিন বছর বয়সী বাচ্চাদের ধীরে ধীরে বুঝিয়ে দিন যে তাদের একান্ত ব্যক্তিগত কিছূ বিষয় আছে। শতর্ক করুন শরীরের গোপন স্থানে কেউ কেউ যেন হাত দিতে না পারে। নিষিদ্ধের তালিকায় নিজেকেও রাখুন।