রোহিঙ্গা নিপীড়নের দায়ে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলার পরিপ্রেক্ষিতে মিয়ানমারের সেনাবাহিনীর বিচারে আইসিসি ও আইসিজের বিচারিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন একথা জানিয়েছেন।
তিনি বলেন, তদন্তের ক্ষেত্রে ভুক্তভোগী দেশ হিসেবে বাংলাদেশ সহযেগিতা করবে। সৌদি আরবে গৃহকর্মী পাঠানোর ব্যাপারে বাংলাদেশ নতুন করে ভাববে বলেও জানান মন্ত্রী।