আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে হারায় তারা। নিয়মানুযায়ী দুই দলই ২০১৯ সালের বিশ্বকাপে অংশ নেবে।
হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে ব্যাট করতে নেমে ৪৬ ওভার ৫ বলে ২০৪ রান সংগ্রহ করে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ৪০ ওভার ৪ বলে তিন উইকেটের বিনিময়ে জয়ের দেখা পায় আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেন ওপেনার মোহাম্মদ শাহজাদ।