আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকুক তাতে আপত্তি নাই, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকুক বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেছেন, শত চেষ্টা করলেও তাকে রহমানকে প্রধানমন্ত্রী দেশে ফরত আনতে পারবেন না।
বিকেলে জাতীয় প্রেসক্লাবে পৃথক দুটি আলোচনা সভায় তারা এসব কথা বলেন। এস এম খোরশেদ আলমের রিপোর্ট।