আওয়ামী লীগ ভারত বিদ্বেষী সস্তা রাজনীতি করে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকাতে সেপ্টেম্বর থেকেই ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ভারতের কাছ থেকে ন্যায্য হিস্যা আদায় করেছে আওয়ামী লীগ সরকারই।
গৌরবের ৭০, অভিযাত্রায় বছর, তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
অনুষ্ঠানে মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য তরুণদের প্রতি আহবান জানান বক্তারা।