আগামীকাল জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থ বছরের বাজেট পাশ হবে। প্রস্তাবিত বাজেটের ওপর সংসদে আলোচনা অব্যাহত রয়েছে।
আজ সকালে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে অন্যান্যের মধ্যে বাজেট বক্তৃতায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এ সময় প্রশাসনিক বিকেন্দ্রিকরণের পাশাপাশি রাজস্ব আদায়ের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।