নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, আগামী সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার সকালে মাদারীপুরে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন। নৌ-মন্ত্রী আরো বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে যারা লালন করে, তাদের বাংলার জনগণ কখনোই ভোট দেবে না।
তিনি এ সময় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি দেশের সবদিক দিয়ে উন্নতি সাধন করেছেন। তাই তার নেতৃত্বে আমরা এগিয়ে যাবো। আমরা আগামী নির্বাচনেই জনগণ আওয়ামী লীগকে ভোট দেবেন।