আগামী বাজেটে মুক্তিযোদ্ধাদের ভাতা সম্মানজনকভাবে বাড়ানো হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি আরো জানান, বর্তমানে ১ লাখ ৮২ হাজার মুক্তিযোদ্ধা এ ভাতা পাচ্ছেন।
তবে আগামী ২৬ মার্চে মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা প্রকাশ করা হবে বলেও জানান মন্ত্রী। যাচাই বাছাই প্রক্রিয়া অবশ্য অব্যাহত থাকবে। মুক্তিযোদ্ধাদের আবাসনেরও ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।