বলে জানিয়েছেন কনজারভেটিভ দলের এমপি ইস্থার ম্যাকভি। এমনকি কোনো ধরণের চুক্তি ছাড়াই যদি ইইউ থেকে আলাদা হতে হয় তাহলেও ওই দিনের পর আর ইইউর সঙ্গে থাকছে না বৃটেন।
তেরেসা মের পদত্যাগের পর তার স্থান দখলের অন্যতম প্রতিদ্বন্দ্বী ইস্থার ম্যাকভি। সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ব্রেক্সিটপন্থী সাবেক এ মন্ত্রী একথা বলেন। যদি এরমধ্যে কোনো চুক্তি না হয় তবে সেভাবেই বেড়িয়ে আসবে বৃটেন। তিনি আরও বলেন, এই সময়ের পর আর অতিরিক্ত সময় নেয়া হবে না।