আদর্শহীনতার কারনেই বিএনপি আজ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, দলের নেতৃত্ব পরিবর্তন না করলে আন্তর্জাতিক মহলে সন্ত্রাসী দল হিসেবে অভিহিত হবে বিএনপি। সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে এসে বিচার করা হবে উল্লেখ করে তিনি বলেন, ২০ দলীয় জোটে ভাঙন শুরু হয়েছে, খুব শিগগিরই তা বৃহৎ আবার ধারন করবে।