মানিক লাল ঘোষ: আন্দোলন ও আইনী প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্ত করতে ব্যর্থ হয়ে বিএনপি আবারও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচিতে তিনি একথা বলেন।
বিএনপি জামাত এ হামলা বাস্তবায়ন করে বাংলাদেশকে নব্য পাকিস্তান বানানোর অপচেষ্টা করেছিলো বলেও মন্তব্য করেন হানিফ। এদিকে, বঙ্গবন্ধু এভিনিউতে দিনটি স্মরণে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী যুবলীগ ।