আন্দোলন এবং একই সাথে নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় নেতা কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
রাজধানীর মহানগর নাট্য মঞ্চে মুক্তিযোদ্ধা সমাবেশে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।
জাতীয়তাবাদী দলের আয়োজনে সমাবেশে বিএনপি চেয়ারপার্সন জুডিশিয়াল কিংলিংয়ের মাধ্যমে প্রধান বিচারপতিকে সরানোর অভিযোগ আনেন।
প্রধান বিচারপতি এসকে সিনহাকে সরানোর অপরাধে সরকারকে বিচারের আওতায় আনার দাবী তোলেন খালেদা জিয়া।
একই সাথে দেশ গড়ার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অবাধ নির্বাচনের জন্যে নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের দাবী আদায়েরও আহবান জানান খালেদা জিয়া।
হাসিনার অধীনে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না বলেও হুশিয়ারি বানী উচ্চারণ করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।