বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।
সকালে ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলামের আদালতে এ অভিযোগপত্র গ্রহণ করা হয়।
মামলার শুনানির জন্য ৩ ডিসেম্বর ধার্য করেছেন আদালত। এ ছাড়া পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
তাদের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদনও ৩ ডিসেম্বর দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত। গত ১৩ নভেম্বর ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ।