আবারও দিল্লীর মসনদে বসছেন নরেন্দ্র মোদী। স্বপ্ন ভেঙ্গে গেছে রাহুল গান্ধি ও মমতা বন্দোপাধ্যায়ের। ভারতে সাত দফায় নির্বাচন শেষে ভোট গণনায় নরেন্দ্র মোদীর বিজেপি ও এনডিএ জোট ৩৪২ আসনে জয়ী হয়। রাহুল গান্ধীর কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পায় ৯২ আসন।
তৃণমূল কংগ্রেসের ভাগ্যে ২৩টি আসন জোটে। এরই মধ্যে নির্বাচনে জয়ের কথা বলে এক টুইট বার্তায় নিজেকে চৌকিদার হিসেবে আখ্যা দিয়ে ভারতকে এগিয়ে নেয়ার অঙ্গীকার করেন মোদী। এই বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্ব নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।