আবারো রদবদল হচ্ছে মন্ত্রিসভায়। আজ সন্ধ্যায়, বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এরইমধ্যে ফোন পেয়েছেন অন্তত চারজন।
তাঁরা হলেন নারায়ণ চন্দ্র চন্দ, রাজবাড়ির সংসদ সদস্য কাজী কেরামত আলী, লক্ষ্মীপুরের সংসদ সদস্য শাহজাহান কামাল ও প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার। পদোন্নতি পেয়ে নারায়ণ চন্দ্র চন্দ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হচ্ছেন বলে আভাস পাওয়া গেছে।
শপথ নিতে ডাক পেয়েছেন রাজবাড়ির সংসদ সদস্য কাজী কেরামত আলী, লক্ষ্মীপুরের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল ও প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার। দুই সংসদ সদস্যের দপ্তর জানা যাবে শপথের পর।