আবারও কমতে শুরু করেছে তাপমাত্রা। এর ফলে, দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্য প্রবাহ অব্যহত থাকবে আরো কিছু দিন।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ জেলায়, খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলে এবং সিলেট বিভাগের উপর দিয়ে মৃদ্যু শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে। পাশাপাশি এসব অঞ্চলে কনকনে বাতাস প্রবাহিত হচ্ছে।
ফলে শীতের মাত্রা বেশী অনুভ‚ত হচ্ছে। এসব অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করছে। দুপুরের পর কুয়াশা কাটতে শুরু করবে। এছাড়াও নদী অববাহিকায় রয়েছে ঘন কুয়াশা।
ফলে, নৌ চলাচল বিঘ্নিত হচ্ছে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচলেও বিঘ্নিত ঘটেছে। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস; আর ঢাকায় ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।