মাইটিভি সংবাদ আবার রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ June 8, 2019 0 111 Share Facebook Twitter WhatsApp Linkedin Email Print Viber ঈদ উদযাপন শেষে আবার রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। জীবিকার তাগিদে আবারো ব্যস্ত নগরী ঢাকায় ফেরা। ফিরে আসাটা অনেকটাই স্বস্তির বলে জানিয়েছেন যাত্রীরা। মহাসড়ক ফাঁকা তাই বাসে ফিরতে কোন সমস্যা হচ্ছে না, পাশাপাশি ট্রেন ছেড়ে এসেছে সময়মতই।