এদিকে বাজেট চলাকালীন এক তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানানো হয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির পক্ষ থেকে। অর্থমন্ত্রী এই বাজেটকে সর্বকালের সর্বশ্রেষ্ট বাজেট বললেও এটি একটি আবেগের বাজেট বলে অবহিত করা হয়।
সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য সংবাদ সম্মেলনে বলেছেন, অর্থমন্ত্রী নিঃসন্দেহে ২০১৯-২০ অর্থবছরের বাজেট বাস্তবতার নিরিখে করার চেষ্টা করছেন। তবে এতে সামগ্রিকভাবে বাস্তবতা প্রতিফলিত হয়নি। তিনি প্রত্যাশা উচ্চাকাঙ্খার কথা বলেছেন, সেটা পরিপূরণের জন্য যে সুনির্দিষ্ট প্রকল্প-প্রস্তাবনা থাকে, বিশেষ করে নির্বাচনি ইশতেহারের আলোকে, তা অসম্পূর্ণ থেকে যাবে।