সরকারি বাহিনীর সঙ্গে কয়েকদিন লড়াইয়ের পর সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনের অধিকাংশ এলাকা দখল করেছে।
বিচ্ছিন্নতাবাদীরা এডেনের সামরিক ঘাঁটিও দখল করে নিয়েছে। প্রধানমন্ত্রী আহমেদ বিন ডাগর ও তার মন্ত্রিসভার সদস্যরা এডেনের প্রেসিডেন্সিয়াল প্যালেসে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকারি বাহিনীর কথা চলছে।
এই দুই পক্ষ উত্তরাঞ্চলের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে জোট বেধে লড়াই করছিল। কিন্তু তারা নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করায় ইয়েমেনে নতুন একটি যুদ্ধক্ষেত্রের সৃষ্টি হল।