ইংলিশ লিগ ওয়ানের কোয়ার্টার ফাইনালে আজ আর্সেনালের প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। আর ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দেবে লিস্টার সিটি।
দুটো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে দু’টায়। পূর্ণ শক্তির একাদশ নিয়ে লিস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে ম্যানসিটি।
ইনজুরির কারণে এ ম্যাচেও অনিশ্চিত অধিনায়ক ভিনসেন্ট কোম্পেনি। তবে ফিরতে পারেন গোলরক্ষক ক্লওদিও ব্রাভো ও ইয়াইয়া তোরে। লিগ কাপে আগের তিন দেখায় কখনোই সিটিজেনদের হারাতে পারেনি লিস্টার।
এদিকে ওয়েস্টহ্যামের বিপক্ষে আর্সেনালের হয়ে ইনজুরি কাটিয়ে ফেরার অপেক্ষায় থিও ওয়েলকট। অ্যারন রামসি আর মুস্তাফিও রয়েছেন পুরোপুরি ফিট।