সিডনি টেস্টে ইংল্যান্ডের দেয়া ৩৪৬ রানের জবাবে দ্বিতীয় দিনে নিজেদের প্রখম ইনিংসে ব্যাট করছে অস্ট্রেলিয়া। ৫ উইকেটে ২৩৩ রান নিয়ে দিনের শুরু করা ইংল্যান্ড, ১৮ রান যোগ করতেই হারায় ষষ্ঠ উইকেট।
আগের দিনের অর্ধশতক হাকানো দাভিদ মালান ব্যক্তিগত ৬২ রানে স্টার্কের শিকার হয়ে ফেরেন। এরপর মঈন আলী, টম কুরান আর স্টুয়ার্ড ব্রডের ছোট ইনিংসে ভড় করে ৩৪৬ রানে থামে সফরকারীদের প্রথম ইনিংস। ৮০ রানে ৪ উইকেট নেন প্যাট কামিন্স।
স্টার্ক ও হ্যাজেল উডের শিকার দুটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে স্টুয়ার্ড ব্রডের বলে দলীয় মাত্র ১ রানে বেনক্রফটকে হারায় অস্ট্রেলিয়া।