হাতের ইনজুরির কারণে মাঠে ফিরতে অন্তত ৩ সপ্তাহ লাগবে টাইগার স্পীনার নাজমুল ইসলাম অপুর। এ কথা জানিয়েছেন বিসিবি’র চিকিৎসক দেবাশীস বিশ্বাস। তিনি জানান, হাতের চার জায়গায় ছিলে যাওয়াও ২০-২৫ টি সেলাই লেগেছে তার।
এদিকে, সাকিবের বা হাতের আঙ্গুলে চোটের বিষয়ে সিদ্ধান্ত পরে নেয়া হবে বলেও জানান তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে নিজের প্রথম ওভারের তৃতীয় বলে চোট পায় নাজমুল।
ড্রাইভ দিয়ে ওঠার সময় ক্যারিবিয়ান ব্যাটসম্যান ওয়ালটনের বুটের নিচে পরে যায় তার হাত। তাতে আঙ্গুলের উপরের অংশ ছিড়ে যায় নাজমুলের।