ইরানের পরমাণু সমঝোতা রক্ষায় প্রচেষ্টা জোরদারে একমত হয়েছে পাঁচ বিশ্বশক্তি। রবিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে একমত হয় যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের বাকি সবকটি স্থায়ী সদস্য রাষ্ট্র ও জার্মানি।
বৈঠকে সভাপতিত্ব করেন ইউরোপীয় ইউনিয়ন এর পররাষ্ট্রনীতি বিষয়ক উপ-প্রধান হেলগা শ্মিড। বৈঠক শেষে তিনি সমাপনী ঘোষণায় জানান, পরমাণু কর্মসূচি পরিচালনায় ইরানের প্রতিশ্রুতি এবং দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে প্রতিশ্রুতি পাশ্চাত্যের পক্ষ থেকে দেয়া হয়েছিল সে বিষয়ে আলোচনা হয়েছে।