সরকারের প্রতিরোধ সত্তে¡ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানে। দেশটির বিভিন্ন শহরে পাঁচ দিনের বিক্ষোভে অন্তত এক পুলিশসহ ২২ জন নিহত হয়েছে।
এ সময় আইনশৃংখলা বাহিনী ৪৫০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনাও বাড়ছে ব্যাপক হারে।
বিক্ষোভের ষষ্ঠ দিনের মাথায় এ নিয়ে মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি চলমান বিক্ষোভের জন্য ইরানের ‘শত্রুদের’ দায়ী করেছেন।
আর দেশটির শীর্ষ কর্মকর্তারা সরকার বিরোধী উত্তেজনা সৃষ্টির জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সৌদি আরব এদেশগুলোর মন্তব্যকে পরোক্ষভাবে দায়ী করছেন।