ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহওয়াজ শহরে সামরিক বাহিনীর কুচকাওয়াজ চলাকালে বন্ধুকধারীরা হামলা চালিয়েছে। এতে বেসামরিক বাহিনীর সদস্যসহ ২৪ জন নিহত হয়েছে।
ইরানের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এ পর্যন্ত ২৪ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে বহু মানুষ। দেশটির জাতীয় প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে এ প্যারেডের আয়োজন করা হয়েছিল।
কুচকাওয়াজ চলাকালে পার্শ্ববর্তী একটি পার্ক থেকে বেশ কয়েকজন বন্দুকধারী আচমকাই গুলি চালাতে শুরু করে।
সামরিক বাহিনীর পোশাকে থাকা বন্দুকধারীরা ১০ মিনিট ধরে ওই কুচকাওয়াজকে লক্ষ্য করে গুলি চালালে হতাহতের এ ঘটনা ঘটে। হামলার পর সন্ত্রাসীরা পালিয়ে গেছে।
তবে তাদের গ্রেফতারে অভিযান চলছে। ইসলামী চরমপন্থীরা এই হামলা চালিয়েছে বলে ধারনা করছে তেহরান। এই হামলার পেছনে আইএস জড়িত বলে ধারণা করছেন ইরানের নেতারা।