সাইফুল ইসলাম রয়েল : কুয়াকাটার জেলে পল্লীর হতদরিদ্র পরিবারের ভাগ্যে জোটেনি ঈদের আনন্দ। ভরা মৌসুমে সাগরে জেলেদের জালে ইলিশ ধরা না পরায় ঈদের আনন্দ দুরের কথা, এসব অসহায় পরিবারগুরোর মাঝে নেমে এসেছে দু:খ দুর্দশার খড়গ।
গভীর সমুদ্রে মৎস্য শিকারে জীবন জীবিকায় নির্ভরশীল কলাপাড়ার কুয়াকাটা জেলে পল্লির এক’শ চল্লিশটি পরিবার।
ইলিশের চলতি মৌসুমে সাগরে মাছ ধরা পরার কথা থাকলেও বর্তমানে সাগর থেকে জেলেদের তীরে ফিরতে হচ্ছে শুন্য হাতে। তাই এই ঈদে আনন্দ ভাগাভাগি তো দূরের কথা জেলে পল্লীর এ অসহায় পরিবারগুলোর ভাগ্যে জুটছেনা নিত্যদিনের মেনুতে থাকা স্বাভাবিক খাবার।
জেলেদের মানবিক সহায়তা দিতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার।
সাগরে কাঙ্খিত সোনালী ইলিশের দেখা মিলবে, ঘুচে যাবে সকল দু:খ কষ্ট , সেই অশায় নতুন সুতার বুনোন দিয়ে মৎস্য শিকারের প্রস্তুতি নিচ্ছেন জেলেরা।