সিরিয়ার সামরিক বাহিনী সকালে ইসরাইলের একটি এফ-সিক্সটিন জঙ্গিবিমান ভূপাতিত করেছে। সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশের উত্তরাঞ্চলে একটি ইসরাইলি জঙ্গিবিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
ইসরাইল কর্তৃপক্ষ তাদের জঙ্গিবিমান ভূপাতিত হওয়ার কথা স্বীকার করে। তবে বিমানের দুই পাইলট বেঁচে গেছে বলে দাবি করেছে। ইসরাইলে ইরানী একটি ড্রোন ডুকে পড়লে তার জবাবে হামলা চালানোর কথা জানায় ইসরাইল ।
ড্রোনটিকে ইসরাইলি সীমানার মধ্যে গুলি করে ভূপাতিত করা হয় বলে জানানো হয়। তবে ইসরাইল আগ্রাসন চালালে তার জবাবে গুলি চালানোর কথা জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রিয় গণমাধ্যম।