ইসরায়েলের নির্বাচনে পাল্টাপাল্টি বিজয় দাবি করেছে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী জোট। সাবেক সেনাপ্রধান মধ্যপন্থী বেনি গান্তজের নীল ও সাদা জোট ৩৬ বা ৩৭টি আসন পেতে যাচ্ছে আর লিকুদ পার্টির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পেতে যাচ্ছেন ৩৩ থেকে ৩৬টি আসন।
তবে নির্বাচনে দুই প্রতিদ্বন্দিই নিজেদের বিজয় দাবি করেছেন। নির্বাচন পরবর্তী দুটি জরিপে নেতানিয়াহুর ডানপন্থী জোট সরকার গঠন করতে পারবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
তবে তৃতীয় আরেকটি জরিপে গান্তজের নেতৃত্বাধীন মধ্যবামপন্থী দলগুলোর সরকার গঠনের ইঙ্গিতও দেওয়া হয়েছে।