শারমিন আজাদ : মোবাইল ফোন গ্রাহকের মতো প্রতিবছরই বাড়ছে পুরনো বা অব্যবহৃত মোবাইল ফোন সেটের সংখ্যা। পুরনো এসব সেটে থাকে তেজস্ক্রিয়তার আশংকা, যা পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। অথচ বিটিআরসি জানায়, নিয়ম আছে এসব মোবাইল সেট ধ্বংস করার। কিন্তু সেই নিয়ম মানছে না কেউ।
বাংলাদেশে এখন মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় তের কোটি। এমন তথ্য মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের। তারা আরো জানালেন, প্রতিবছর ফেলে দেয়া কোটি কোটি পুরনো মোবাইল ফোন তৈরি করছে এক বিরাট ই-বর্জ্যরে।
মোবাইল ফোন সেট ব্যবসায়ীদের সংগঠনও জানিয়েছে, প্রতি বছর আমদানি হচ্ছে ৫ কোটির মতো সেট। তবে পুরনো সেটগুলো ধ্বংসের কোনো ব্যবস্থা নেই তাদেরও। গ্রাহকদেরও জানা নেই পুরনো সেট ধ্বংসের প্রক্রিয়া।
ই বর্জ্য তৈরি করা এসব পুরনো সেট ধ্বংসের বিষয়ে আইনে উল্লেখ রয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির। তবে সে নিয়ম বাস্তবায়নের মুখ দেখছে না।