রাজিব রহমান:
ঈদ উপলক্ষে ক্রেতাদের আকর্ষণ করতে বড় বড় শপিংমল গুলো সেজেছে নতুন সাজে। সেই সাথে জমে উঠেছে তাদের বেচাকেনাও।
রাজধানীর বসুন্ধরা শপিংমলে ক্রেতাদের আনাগোনা ছিলো চোখে পরার মত। নিজের পছন্দ আর রুচিশীল পোশাকটি কিনতে ক্রেতারা ভীড় করছেন এখানে। বিক্রেতারাও খুশি ক্রেতাদের ভালো সাড়া পাওয়ায়।
ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে রাজধানীর মানুষ। ক্রেতাদের উপচে পরা ভিড়ে জমজমাট রাজধানীর বসুন্ধরা শপিংমল। দৃষ্টিনন্দন, আকর্ষণীয় সব সামগ্রী প্রতিটি দোকানে।
ঈদে ছেলেদের প্রথম পছন্দ পাঞ্জাবি। দোকানিরা জানান, গরমকে মাথায় রেখে হরেক রকমের পাঞ্জাবি রয়েছে তাদের কাছে।
অন্যদিকে নারিদের পছন্দ শাড়ী এবং তরুণীদের পছন্দ থ্রী পিচ, লেহেঙ্গা সহ আরো অনেক পোশাক। ক্রেতাদের চাহিদা মেটাতে বিভিন্ন ডিজাইন আর কালারের সমারহ করেছে দোকানগুলো। সেই সাথে বাচ্চাদের পোশাকেও রয়েছে বৈচিত্রের ছোঁয়া।
জুতার দোকানেও দেখা গেছে ক্রেতাদের ভীড়। কেউ একা আবার কেউ এসেছেন পরিবার নিয়ে। দাম একটু বেশি হলেও পছন্দের জুতাটি কিনতে পেরে খুশি ক্রেতারা।
আগের তুলনায় বিক্রি একটু ভালো হলেও সামনে বিক্রি আরো ভালো হবে বলে আশাবাদি বিক্রেতারা।