ঈদুল ফিতরকে কেন্দ্র করে পেশাদার চালক ছাড়া কেউ গাড়ি চালাতে পারবে না, বিষয়টি নিশ্চিত করতে পুলিশের ট্রাফিক বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
দুপুরে সচিবালয়ে ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি।
ঈদকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে ব্লক রেইড দেয়া হবে, রাজধানীর প্রবেশ ও বের হওয়ার পথে বসানো হবে চেকপোষ্ট।
যানজট ও ভোগান্তি কমাতে পর্যায়ক্রমে ছুটি দিতে গার্মেন্টসগুলোকে নির্দেশনা দেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।