ঈদ উপলক্ষে আগাম টিকিট বিক্রির শেষ দিনে আজ দেয়া হচ্ছে ৪ জুনের টিকিট। এজন্য সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে টিকিট প্রত্যাশীদের ছিলো উপচে পড়া ভীড়। ঈদের সম্ভাব্য আগের দিন হওয়ায় ৪ জুনের টিকিটের জন্য রাত থেকেই অনেকে কাউন্টারের সামনে লাইনে দাড়িয়েছেন।
টিকেট বিক্রিতে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ রেলওয়ের নিজস্ব বাহিনী তৎপর রয়েছে। আগামী ২৯ মে থেকে ট্রেনের ফিরতি টিকেট বিক্রি শুরু হবে।