ঈদ উপলক্ষ্যে আজও ঘরে ফিরছে রাজধানীবাসী। নগরীর বাস টার্মিনালগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। গাবতলী আন্তনগর বাস টার্মিনালের অনেক টিকিট কাউন্টার যাত্রীতে ছিল পূর্ণ।
এদিকে, ঈদে যাত্রী সেবার চতুর্থদিনে আজ বিলম্বে ছাড়ছে তিন ট্রেন। সুন্দরবন, নীলসাগর ও রংপুর এক্সপ্রেস বিলম্ব করছে। এছাড়া সকাল ৯টা পর্যন্ত মোটামুটি শিডিউল মেনেই ছেড়েছে সবক’টি ট্রেন।