রাজিব রহমান:
ঈদ শেষে এখনো জমে উঠেনি রাজধানীর বাজারগুলো। অনেকের ছুটি শেষ না হওয়ায় বাজারে ক্রেতার সংখ্যাও দেখা গেছে কম। ছোট মাছ ও খাসির মাংসের দাম কিছুটা বেড়েছে। আর কাঁচাবাচারে সবজির দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা।
ঈদের ছুটি শেষ না হওয়ায় তেমন একটা জমে উঠেছি রাজধানীর কাচাবাজারগুলো। সবজির দাম একটু বাড়লেও ক্রেতারা বলছেন এই দামে তাদের অভিযোগ নেই।
মাছের বাজারে ছোট মাছের দাম একটু বাড়লে বাকিগুলোর দাম রয়েছে সহনীয় পর্যায়।
ঈদের পর গরু এবং খাসির দাম একটু বেড়েছে। তবে কমেছে মুরগির দাম।
মুদির দোকানে এলাচের দাম ছাড়া সব কিছুই রয়েছে সহনীয় পর্যায়। ব্যবসায়ীরা বলছেন আগামী সপ্তাহ থেকে আবারো জমে উঠবে রাজধানীর কাচাবাজারগুলো।