ত্রিদেশীয় সিরিজের ৫ম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ২৪৮ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ২০৭ রান।
ডাবলিনে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে ক্যারিবিয়ানরা। টস জিতে ব্যাট করতে নেমে দলীয় শতকের আগেই ৪ উইকেট হারিয়ে বসে উইন্ডিজরা।
৫ম উইকেটে শত রানের জুটি গড়ে দলকে সুবিধাজনক স্কোরের পথে রেখে যান শেই হোপ। ৮৭ রান করে সাজঘরে ফেরেন তিনি। অধিনায়ক জেসন হোল্ডার করেন ৬২।
শেষ দিকে মুস্তাফিজের বোলিং তোপে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ৪ উইকেট নেন মুস্তাফিজ, ৩ টি উইকেট নেন মাশরাফি।