পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। সকাল ৮টায় দেশের ২৫ জেলার ১১৬টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়।
সকালে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ে। তৃতীয় ধাপে ১২৭ উপজেলার তফসিল হলেও আজ কিশোরগঞ্জের কটিয়াদিতে ভোট স্থগিত করা হয়।
এর আগে ৬ উপজেলার সবাই বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হওয়ায় সেখানে ভোট গ্রহণ হয়নি। এছাড়াও এই ধাপ থেকে কক্সবাজার সদর ও নরসিংদী সদরের ভোট চতুর্থ ধাপে নেয়া হয়েছে।
উচ্চ আদালতের নির্দেশনায় কুতুবদিয়া এবং লোহাগাড়া উপজেলার ভোট স্থগিত রয়েছে। রাঙ্গামাটির বাঘাইছড়ির হত্যাকাÐের প্রেক্ষিতে এবার বাড়তি সতর্কতা গ্রহণ করেছেছিলো ইসি।