উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচে নেইমারের প্যারিস সেন্ট জার্মেইকে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।
ম্যাচের ৩৭ মিনিটে লেবানডোস্কি ও টোসিলোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাভারিয়ানরা। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল শোধ দেন এমবাপে।
তবে ৬৯ মিনিটে নিজের জোড়া পূরণ করে দলকে ৩-১ ব্যবধানের জয় এনে দেন টোসিলো।
এদিকে, স্পোর্টিং লিজবনকে ২-০ গোলে হারিয়ে, ডি’ গ্রুপের শীর্ষে থেকে শেষ ষোলতে পা রাখলো বার্সেলোনা।
এছাড়া মস্কোভাকে ২-১ ব্যবধানে হারিয়ে, পরের রাউন্ডে উঠলো এ’গ্রুপের শীর্ষ দল ম্যানচেস্টার ইউনাইটেড।