শাহরুখের একটি টক শোতে অতিথি হয়ে এসেছিলেন কারিনা কাপুর। সেখানেই শাহরুখ কারিনাকে বলেন, ‘আমি কাপুরদের সঙ্গে বেশি অভিনয় করিনি একথা তুমি বারবার বল। এবার আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের ছেলেরা একসঙ্গে অভিনয় করবে।’
তাতে কারিনা সম্মতি জানিয়ে বলেছেন, অবশ্যই। এখানে কোনও দ্বিধা নেই যে ওরা একসঙ্গে অভিনয় করবে। দু’জনেই সুন্দর দেখতে। তৈমুর আর আব্রাম যে একসঙ্গে অভিনয় করবে তা নিশ্চিত।
জন্মের সাথে সাথেই সেলিব্রিটি হয়েছে আব্রাম ও তৈমুর। কোনও কিছু বোঝার আগেই লাইম লাইটে বলিউড নবাবপুত্তুর সাইফ আলী খানের পুত্র তৈমুর। পিছিয়ে নেই বলিউড বাদশাহ শাহরুখের ছোটপুত্র আব্রামও।
তৈমুর এখনও হাঁটতে শেখেনি আর আব্রাম সবে মাত্র ৪ বছরে পড়েছে। এরই মধ্যে তাঁদের সিনেমা করার খবর নিয়ে জল্পনা শুরু হয়েছে।
শাহরুখ আর কারিনা জানিয়েছে তাঁদের ছেলেরা একসঙ্গে অভিনয় করবে।তবে সেটা কবে সেটা তাঁরাই বলতে পারবেন।