একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি খারিজ করে দেন।গত ১৫ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এ রিট দায়ের করেন।
গত ৬ ফেব্রয়ারি এই রিটের ওপর শুনানি শেষ হয়, আদেশের জন্য ওই দিনই ১৮ ফেব্রয়ারি ধার্য করেন আদালত। রায়ের পর রিটকারী আইনজীবী জানান, এই আদেশের বিরুদ্ধে আপীলে যাবেন তিনি।