এস এম আরিফ:
স্বাধীনতার পর থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে কাজ করেছেন ১৮ জন বিদেশী কোচ। সবশেষ অস্ট্রেলিয়ান অ্যান্ড্রু ওর্ড’ও বাংলাদেশ ছেড়ে পাড়ি জমিয়েছেন থাইল্যান্ডে।
একের পর এক কোচ পরিবর্তনেও, ফেরেনি ফুটবলের চিত্র। বিশ্লেষকরা মনে করেন, কোচ মুখ্য নয়, দরকার সঠিক পরিকল্পনা। এর জন্য তৃণমূলে নজর দেয়ার তাগিদ তাদের।

বিশ্বসেরা ফটবল দেশের কোচরা বাংলাদেশে এসে প্রশিক্ষণ দিলেও তারা বেশি দিন থাকে না। চলে যায়। এর মূল কারণ দেশের ভেতরে রিজার্ভ খেলোয়াড় ও তরুণ খেলোয়াড়ের অপর্যাপ্ততা।