আবুল হাসনাত বাবুল:
নানা আয়োজনে নোয়াখালীতে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ নোয়াখালী জেলা শাখার উদ্যেগে সকাল সাড়ে ৯ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী । এর আগে জেলা শহরে এক বনাঢ্য র্যালী বের করে শ্রমিক লীগ।
একই সময়ে এপেক্স ক্লাব অব বাংলাদেশের উদ্যোগে নোয়াখালীতে মহান মে দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করে। নোয়াখালী প্রেস ক্লাবের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে জেলা শহর মাইজদীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
শোভা যাত্রায় উপস্থিত ছিলেন, ক্লাবের জাতীয় সভাপতি এম এ কাইয়ুম চৌধুরী, সহ-সভাপতি নিজাম উদ্দিন পিন্টু, সাবেক জাতীয় সভাপতি সৈয়দ নূর রহমান, জাতীয় যুব সম্প্রসারণ পরিচালক এমএ সায়েম টিপুসহ জেলা ও উপজেলার এপেক্সিয়ানরা।
এর আগে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে মে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।