এমপিওভুক্তির দাবি নিয়ে প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন এর পক্ষ থেকে জানানো হয়, দাবি মানা না হলে আজ থেকে আমরণ অনশন শুরু হবে।
গত মঙ্গলবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে অবস্থান কর্মসূচি শুরি হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নিয়েছেন।
উল্লেখ্য, নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা ৫ হাজারের বেশি। আর এসব স্কুলে শিক্ষকদের সংখ্যা ৮০ হাজারের মত।