এ বছর আউশ ধান উৎপাদন বাবদ ৩৯ কোটি ৬২ লাখ ৮৩ হাজার ২৪৫ টাকা প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। সচিবালয়ে প্রেস ব্রিফিং এ তিনি আরো জানান, এই কার্যক্রমে মোট ২ লাখ ৩৭ হাজার ১৮২ জন কৃষক উপকৃত হবে।
এ বছরের মার্চের শেষ দিকে প্রণোদনার এই অর্থ ছাড় করা হবে বলে জানান তিনি। আর এবছর বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা এক কোটি ৯০ লাখ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।