ওয়ার্নারের সেঞ্চুরীতে সিরিজের ৪র্থ টেস্টের প্রথম দিনটা ভালই কেটেছে অস্ট্রেলিয়ার। দিন শেষে ৩ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ২৪৪ রান।
মেলবোর্নে টস জিতে শুরুটা ভাল করে অস্ট্রেলিয়ান ওপেনাররা। ১২২ রানে ওপেনিং জুটি ভেঙ্গে সাজঘরে ফেরেন ব্যাঙ্করুপ্ট। যদিও এরপরই সেঞ্চুরীর দেখা পান ডেভিড ওয়ার্নার।
টেস্ট ক্যারিয়ারে এটি তার ২১তম শতক, যা ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয়। ১০৩ রান করে ওয়ার্নারের সাজঘরের পর, ভাল কিছু করে দেখাতে পারেন নি উসমান খাজা।
তবে অধিনায়ক স্মিথ ও শন মার্শের দক্ষতায় আর কোন অঘটন ছাড়াই প্রথম দিন পার করে অজিরা। ৬৫ রান নিয়ে স্মিথ এবং মার্শ অপরাজিত আছেন ৩১ রানে।