আবু সাঈদ অপু : রাজধানীর ৩ টি সড়কে রিকসা চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর প্রতিবাদ আন্দোলন স্থগিত করায়, নগরজীবনে স্বস্তি ফিরে এসেছে।
যানজট কমায় যেমন লাঘব হয়েছে জনভোগান্তি; তেমনি অনুমোদনবিহীন রিকসা চলাচলে ভ্রাম্যমান আদালত পরিচালনার খবরে রাস্তায় রিকসার দাপট নেই বললেই চলে। রিকসা চালকদের সড়ক অবরোধের কারনে নগরজীবনে নেমে এসেছিলো চরম স্থবিরতা। পথে-পথে ভোগান্তি আর দুর্ভোগের নজিরবিহীন চিত্র উপলন্ধি করেছেন গোটা রাজধানীবাসী।
সরকারের আশ্বাসে, সেই দুর্ভোগ না থাকায় কুড়িল বিশ্বরোড, বাড্ডা, রামপুরা ও মালিবাগ চৌধুরীপাড়া সড়ক ছিলো স্বাভাবিক। ছিলো না কোন যাটজট। নেই রিকসার জটলা পাকানো দাপটও। ফলে নিরাপদ গন্তব্যে ছুটতে পেরে স্বস্তির শাস ফেলছেন পথচারীরা।
বিশেষ করে, অনুমোদনহীন রিকসার বিরুদ্ধে ভ্রম্যমান আদালত পরিচালনার খবরে রিকসার রাজত্ব একেবারে নেই বললেই চলে।
অপরদিকে রিকসার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনার চিত্র চোখে না পড়লেও বিআরটিএ’র ভ্রাম্যমান আদালত ছিলো বেশ সক্রিয়।